শরীয়তপুর সদরের আংগারিয়া বাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আংগারিয়া বাজারের জুতাপট্টি ও ফলপট্রিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে আংগারিয়া বাজারের ব্যবসায়ী মাসুদ মুন্সীর জুতার দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। এ সময় সেই আগুন আশপাশে থাকা বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শরীয়তপুর সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে পুড়ে জুতা, কসমেটিকসসহ ৬টি দোকান পুড়ে যায়। পাশাপাশি ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শ্যামল শীল বলেন, কয়েকদিন আগে ৩ লাখ টাকার মাল উঠাইছিলাম। তাছাড়া দোকানে আরও অনেক টাকার মাল ছিলো। আগুনে আমার সব মাল পুড়ে গেছে।
শরীয়তপুর সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্টেশন লিডার শ্যামল বিশ্বাস বলেন, ‘আমরা খবর পেয়ে দেড়ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।
সালাউদ্দিন/এসএ/দীপ্ত সংবাদ