বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

শক্তিশালী পাসপোর্ট তালিকার শীর্ষ ১০ থেকে ছিটকে গেল যুক্তরাষ্ট্র

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষ দশ থেকে বাদ পড়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

একটি পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়, সেটিই এই সূচকের মূল মানদণ্ড। সেই হিসাবে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া বর্তমানে যৌথভাবে ১২তম স্থানে রয়েছে। উভয় দেশের নাগরিকরা এখন ১৮০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।

২০১৪ সালে তালিকার শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এমনকি ২০২৫ সালের জুলাইতেও তারা শীর্ষ ১০এ অবস্থান করেছিল। তবে সর্বশেষ (চতুর্থত্রৈমাসিক) প্রতিবেদনে প্রথমবারের মতো তারা শীর্ষ দশের বাইরে চলে গেছে।

সর্বশেষ সূচকে এশিয়ার তিন দেশ রয়েছে শীর্ষে। এর মধ্যে সিঙ্গাপুর ১৯৩টি, দক্ষিণ কোরিয়া ১৯০টি এবং জাপান ১৮৯টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পেয়েছে।

যুক্তরাষ্ট্রের পাসপোর্টের শক্তি কমে যাওয়ার পেছনে কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক ভিসা নীতির ঘাটতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। চলতি বছরের এপ্রিল মাসে ব্রাজিল যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য ভিসামুক্ত সুবিধা বাতিল করে। অন্যদিকে চীন ইউরোপের অনেক দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড় দিলেও যুক্তরাষ্ট্র সেই তালিকায় জায়গা পায়নি।

এক সময়ের শীর্ষস্থানীয় দেশ যুক্তরাজ্যও পিছিয়ে পড়েছে। সর্বশেষ তালিকায় তাদের অবস্থান ৮তম, যা তাদের ইতিহাসের সর্বনিম্ন। জুলাইয়ে তারা ছিল ৬ষ্ঠ স্থানে।

অন্যদিকে চীন গত এক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। ২০১৫ সালে যেখানে দেশটি ছিল ৯৪তম, বর্তমানে তারা ৬৪তম স্থানে উঠে এসেছে। এ সময়ে তারা ৩৭টি নতুন দেশের ভিসামুক্ত প্রবেশাধিকার পেয়েছে।

হেনলি পাসপোর্ট ইনডেক্স আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্যের ভিত্তিতে তৈরি হয়। ২২৭টি দেশের পাসপোর্ট শক্তি বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

সূত্র: সিএনএন

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More