বিজ্ঞাপন
বুধবার, জুলাই ২৩, ২০২৫
বুধবার, জুলাই ২৩, ২০২৫

শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৩ ধাপ এগোলো বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বব্যাপী পাসপোর্টের শক্তিমত্তা নিয়ে প্রকাশিত হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদনে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। এবার দেশের অবস্থান ৯৪তম, যেখানে আগের বছর ছিল ৯৭তম। যদিও সূচকে অগ্রগতি হয়েছে, তবুও আগাম ভিসা ছাড়া মাত্র ৩৯টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের পাসপোর্টধারীরা।

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট নিয়ে ২০২৫ সালের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। তারা জানিয়েছে, বাংলাদেশ তিন ধাপ অগ্রসর হয়ে এবার ৯৪তম স্থানে উঠে এসেছে।

এই সূচকটি তৈরি করা হয় আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএএর ২০ বছরের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে। মোট ১৯৯টি দেশের পাসপোর্টকে ভিত্তি ধরে এ সূচক প্রস্তুত করা হয়। মূলত বিশ্বব্যাপী ২২৭টি গন্তব্যে ভিসাবিহীন বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় যাতায়াত কতটি দেশের জন্য উন্মুক্ত, সেই সংখ্যার উপর ভিত্তি করেই পাসপোর্টের শক্তিমত্তা নির্ধারিত হয়।

সূচকে দেখা গেছে, সর্বোচ্চ ১৯৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন। তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন—এ দেশগুলোর নাগরিকেরা ১৮৯টি দেশে যাতায়াত করতে পারেন আগাম ভিসা ছাড়াই।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পাসপোর্ট তিন ধাপ এগিয়ে ৭৭তম স্থানে রয়েছে। ভারতীয় পাসপোর্টধারীরা এখন ৫৯টি দেশে আগাম ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। পাকিস্তানের অবস্থান ৯৬তম, যা আগেরবার ছিল ১০১তম। তবে সূচকের সর্বনিম্ন, অর্থাৎ তলানির অবস্থানে রয়েছে আফগানিস্তান।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More