জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে— পিস্তল ৫০ হাজার টাকা, চায়না রাইফেল ১ লাখ টাকা, এসএমজি ১ লাখ ৫০ হাজার টাকা, এলএনজি ৫ লাখ টাকা এবং গুলি প্রতি পিস ৫০০ টাকা। যারা তথ্য প্রদান করবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে এখন অনেক নিয়োগ দেওয়া হচ্ছে। এই নিয়োগের ক্ষেত্রে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। এ নিয়ে কারও কাছে কোনও তথ্য থাকলে দিতে বলেন তিনি।