লিটন দাস ও মেহেদী মিরাজের রেকর্ড জুটিতে রাওয়ালপিন্ডিতে দারুণ এক ঘুরে দাঁড়ানোর গল্প লিখল বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পরও ওই দুইজনের দৃঢ়তায় টাইগাররা অলআউট হয় ২৬২ রানে। সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তানও ৯ রানে ২ উইকেট হারিয়ে স্বস্তিতে নেই।
কথায় বলে মর্নিং শোজ দ্যা ডে। কিন্তু রাওয়ালপিন্ডিতে তৃতীয় দিনের সকালটা যেখানে পাকিস্তানের পক্ষে ছিল, শেষ বেলায় তা বাংলাদেশের দিকে। নিঃসন্দেহে যার নায়ক বলা চলে লিটস দাস ও মেহেদী মিরাজকে।
গল্পের শুরুটা বাংলাদেশের প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে সাদমান, জাকির, নাজমুল শান্ত, মমিনুল, মুশফিক ও সাকিবের একে একে আউটের মধ্য দিয়ে। দল তখন ফলোঅনের চরম শঙ্কায়।
কিন্তু দিনটা যেন লিটন আর মিরাজের জন্য লেখা ছিল। খাদের কিনারা থেকে দুইজনে গড়েন ১৬৫ রানের জুটি। যা টেস্ট ইতিহাসে ৫০ রানের কমে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটির রেকর্ড।
ব্যক্তিগত ৭৮ রানে বিদায় নেন মেহেদী মিরাজ। তবে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান লিটন। দুই বছরের বেশি সময় আর, ১৯ ইনিংস পর তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান এ ব্যাটার। খেলেন ১৩৮ রানের অসাধারণ ইনিংস
পাকিস্তানকে হতাশায় ডুবিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথম ইনিংসে থামে ২৬২ রানে। মাত্র ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে স্বস্তিতে নেই স্বাগতিকরা। স্কোরবোর্ডে ৯ রান তুলতেই হারিয়েছে ওপেনার আব্দুল্লাহ শফিক ও নাইট–ওয়াচম্যান খুররামের উইকেট। দুটি উইকেটই নেন পেসার হাসান মাহমুদ। প্রথম ইনিংসের ১২ রানের সঙ্গে ৯ যুক্ত হয়ে ২১ রানের লিড দাঁড়িয়েছে পাকিস্তানের।