পাকিস্তানের লাহোর থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ–পিটিআই।
রবিবার (১২ মার্চ) পাঞ্জাব রাজ্য সরকারের জারি করা ওই ১৪৪ ধারাকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন পিটিআই নেতা বাবর আওয়ান। পাকিস্তান অবজারভারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তোষাখানা মামলার ঘটনায় পাকিস্তানের নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য যেকোনো নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করলে লাহোরে গত মঙ্গলবার (৭ মার্চ) থেকে ১৪৪ ধারা জারি করে পুলিশ।
পিটিআই সমর্থকরা তা অমান্য করে জমায়েত হলে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। ইমরান সমর্থকদের ইট–পাথরের ‘জবাবে’ পুলিশ ব্যবহার করে লাঠি, জলকামান ও কাঁদানে গ্যাস।
সংঘর্ষকালে আলি বিলাল নামে পিটিআইর এক কর্মী নিহত হয়। তিনি লাহোরের জাহাঙ্গির টাওনের অধিবাসী। শনিবার (১১ মার্চ) রাতে পাঞ্জাব রাজ্য সরকার লাহোরে যেকোনো সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। ইমরান খানের সমাবেশকে ঘিরে সহিংসতার আশঙ্কার কারণে লাহোরে একদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে পাঞ্জাব সরকার।
তবে রাজ্য সরকারে এ আদেশের বিরুদ্ধে পিটিশন মামলা করল পিটিআই।
এফএম/দীপ্ত সংবাদ