এশিয়ার নোবেলখ্যাত পুরুষ্কার পেয়েছেন করভী রাখসান্দ। তিনি জাগোফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিভিন্ন দেশের চারজনকে এই পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেয় র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন।
এশিয়ার এই সর্বোচ্চ পুরস্কারটি পাবলিক সার্ভিস থেকে শুরু করে সামাজিক উদ্ভাবনী কার্যক্রমে অবদান রাখার জন্য দেয়া হয়।
র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে করভি রাখসান্দ সম্পর্কে বলা হয়েছে, করভি রাখসান্দ বাংলাদেশের সর্বজনীন মানসম্মত শিক্ষার বিকাশে একজন অগ্রগণ্য ব্যক্তি। তিনি নিজ দেশের তরুণদের মধ্য সক্রিয় অংশগ্রহণমূলক সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
করভি রাখসান্দ ছাড়া এবারের র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া বাকি তিনজন হলেন— ভারতের রবি কানন, তিমুরের ইগুনিও লেমোস, ফিলিপাইনের মিরিয়াম কোরোনেল–ফেরারূ ও বাংলাদেশের করভী রাখসান্দ।
এ দিন তাদের নাম ঘোষণা করা হলেও মূল অনুষ্ঠান হবে ফিলিপাইনের ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আগামী ১১ নভেম্বর।
শায়লা/দীপ্ত নিউজ