নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো রাজ্যে রোজা ভঙ্গ করায় ১১ মুসলিমকে গ্রেপ্তার করেছে দেশটির ইসলামিক পুলিশ, যারা ‘হিসবাহ’ নামে পরিচিত।
হিসবাহের মুখপাত্র লাওয়াল ফাগে বিষয়টি নিশ্চিত করে জানান, বাজারের কাছে ১০ জন পুরুষ এবং একজন নারীকে খেতে দেখায় তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, মঙ্গলবার আমরা ১১ জনকে পেয়েছিলাম যাদের মধ্যে একজন নারী ছিলেন। চিনাবাদাম বিক্রি করার সময় তাকে খেতে দেখা গেছে। অন্যদের বাজারের কাছাকাছি স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তবে রোজা রাখার প্রতিশ্রুতি দেওয়ার পর অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়েছে।
কানো রাজ্যের অধিকাংশ মানুষ মুসলিম। অঞ্চলটিতে প্রতি বছর রমজান মাসে খাবারের দোকান ও বাজারে তল্লাশি চালায় হিসবাহ। হিসবাহের মুখপাত্র বলেছেন, রোজার সময় ভিন্নধর্মাবলম্বীদের মুসলমানদের কাছে খাবার বিক্রি করতে দেখা গেলে তাদেরও গ্রেপ্তার করা হতে পারে।