বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

রেকর্ড সংখ্যক কোচ মেরামত সৈয়দপুর রেলওয়ে কারখানায়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন কোরবানির ঈদে রেলপথে ঘরমুখো মানুষের চাপ মোকাবিলায় নানা সংকটের মধ্যে আবারও রেকর্ড সংখ্যক কোচ মেরামত করা হয়েছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। এবারের ঈদকে ঘিরে ১১১টি কোচ মেরামত করা হয়েছে। এর মধ্যে ৮৫টি ব্রডগেজ ও ২৬টি মিটার গেজ কোচ ছিল।

মেরামত হওয়া এসব কোচ ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে রেলওয়ের পাকশী ও লালমনিরহাট ট্রাফিক বিভাগে। প্রয়োজনের তুলনায় মাত্র ২৫ শতাংশ জনবল নিয়ে এই সফলতা দেখিয়েছি কারখানাটি।

কারখানা সূত্র জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানাটিতে ২ হাজার ৮৫৯ জনবলের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৮৮০ জন। যা প্রয়োজনের মাত্র ২৫ শতাংশ। এই ২৫ শতাংশ শ্রমিক নিয়ে উৎপাদন কার্যক্রম চলছে দেশের বৃহত্তম এই কারখানায়। যাত্রীবাহী কোচ, মালবাহী ওয়াগন মেরামত ছাড়াও এখানে তৈরি হচ্ছে ১২ হাজার ধরনের রেলওয়ের যন্ত্রাংশ।

এবার ঈদে ৯২টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা থাকলেও ১১১টি কোচ মেরামত করে বিভিন্ন রুটে পাঠিয়েছে রেলওয়ে কারখানা। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এই সেবা দিয়েছে কারখানা সংশ্লিষ্টরা।

ঈদ ঘিরে কারখানার ক্যারেজ শপ (উপকারখানা), পেইন্ট শপ, হেবি রিপিয়ারিং শপ, জিওএইচসহ ২৯টি শপে ছিল কর্মযজ্ঞ।

কারখানার জেনারেল ওভার হোলিং (জিওএইচ) শপের মিস্ত্রি রফিকুল ইসলাম বলেন, ‘কারখানায় সব সময় আমরা আন্তরিকতার সাথে কাজ করি। বিশেষ করে প্রতি ঈদের আগে যাত্রীদের বিষয়টি চিন্তা করে আমরা অত্যন্ত নিবেদিত হয়ে কাজ করি। এই সময়ে সেবার বিষয়টি মাথায় রেখে কাজ করি আমরা।

একই বিভাগের শ্রমিক সহিদুল আলম বলেন, ‘আমরা অনেক খুশি। আমাদের শ্রমের ফলে ১১১টি কোচ ব্যবহার উপযোগী করতে পেরেছি। এসব কোচে ঘরে ফিরতে পারবে মানুষজন। পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারবে।

জিওএইচ শপের সিনিয়র সহকারী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, ‘অন্যান্য সময়ের চেয়ে ঈদের সময়ে টার্গেট বেশি থাকে। সে কারণে কঠোর পরিশ্রম করেন এখানকার শ্রমিকরা। ওভারটাইম দিয়ে এই টার্গেট পূরণ করে নেওয়া হয়। যাত্রীদের সেবার কথা ভেবে শ্রমিকরা কাজ করেও আনন্দ পান।

সৈয়দপুর রেলওয়ের বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান বলেন, ‘এই কারখানায় মেরামত হওয়া কোচগুলো চলাচল করবে ঢাকাপঞ্চগড়, খুলনাঢাকা, লালমনিরহাটঢাকা রুটে। এছাড়াও পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে এখানকার মেরামতকৃত বগিগুলো।

প্রসঙ্গত, সৈয়দপুর রেলওয়ে কারখানায় পুরোনো ট্রেনকে নতুন করার কাজ চলে আসছে ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ সরকার ১৮৭০ সালে সৈয়দপুর রেলওয়ে কারখানাটি স্থাপন করে। সেই সময় সৈয়দপুর কারখানায় কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের সংখ্যা ছিল প্রায় ১০ হাজারের মতো। ধীরে ধীরে জনবল কমে যাওয়ার পরও এ কারখানায় প্রতিদিন একটি কোচ ও একটি ওয়াগন মেরামত করা হয়। এছাড়া রেলওয়ের নানা ধরনের যন্ত্রাংশ তৈরি করা হয় এখানে।

 

ইয়াছিন মোহাম্মদ সিথুন/আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More