ভারত কয়েক মাস আগেও ইরাক থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করলেও ইউক্রেন যুদ্ধে পরিস্থিতি বদলে গেছে। এশিয়ার এই দেশ এখন সবচেয়ে বেশি তেল কিনছে রাশিয়া থেকে।
গড়ে ইরাক থেকে প্রতিদিন ভারত যে পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল আনে রাশিয়া থেকে তার দ্বিগুণ আমদানি করছে বলে জানিয়েছে এনডিটিভি।
গত এক দশকে সৌদি আরব ও ইরাক থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করেছে ভারত। আর ২০১৭ সালের পর থেকে ভারতে সবচেয়ে বেশি তেল রপ্তানি করেছে ইরাক। তবে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই চিত্র পাল্টে গেছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর, পশ্চিমা বিশ্বসহ অনেক দেশ এই যুদ্ধের বিরোধিতা করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া শুরু করে। অনেক দেশই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়।
ফলে অপেক্ষাকৃত কম দামে তেল বিক্রি শুরু করে রাশিয়া। আর সেই সুযোগ নিয়ে ভারতসহ কিছু দেশ রাশিয়ার তেল কিনতে আগ্রহ প্রকাশ করে।
ইউক্রেন যুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ্যে না আনলেও অক্টোবরে রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত জ্বালানি কিনতে শুরু করে ভারত।
জ্বালানির চালান পর্যবেক্ষণকারী সংস্থা ভরটেক্সা বলছে, সবশেষ হিসাবে রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কিনছে ভারত। ইরাকের অবস্থান এই তালিকায় দুই নম্বরে। মার্চে প্রতিদিন ১ দশমিক ছয় চার মিলিয়ন ব্যারেল তেল রাশিয়া থেকে এনেছে ভারত। আর শূন্য দশমিক আট দুই মিলিয়ন ব্যারেল এনেছে ইরাক থেকে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের তেল বাজারেও আধিপত্য বিস্তার করা ক্রেতা ও বিক্রেতা দুটোতেই পরিবর্তন আসছে যার দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে বিশ্ব রাজনীতিতে।
অনু/দীপ্ত সংবাদ