রাশিয়ার মজুতে এত বেশি কয়লা রয়েছে যে, তা দিয়ে আগামী ৩০০ বছর চলা যাবে এমনটাই দাবি করেছেন, দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের উপপ্রধান সের্গেই মহালনিকভ। শুক্রবার (২১ এপ্রিল) দেশটির ফেডারেল সাবসয়েল রিসোর্সেস ম্যানেজমেন্ট এজেন্সির বোর্ড সভায় তিনি এ তথ্য জানান।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার আবিষ্কৃত এবং অনাবিষ্কৃত কয়লার যে মজুত রয়েছে তা দিয়ে প্রায় ৩০০ বছর চলা যাবে বলে বৈঠকে জানান মহালনিকভ।
মহালনিকভ বলেন, ‘আমাদের যথেষ্ট মজুত রয়েছে। আমরা যদি কয়লার বিষয়টি বিবেচনায় নেই তাহলে আমাদের আবিষ্কৃত মজুত চলবে ১০০ বছর এবং আমরা যদি অনাবিষ্কৃত মজুতের কথা বিবেচনা করি তবে তা দিয়ে চলবে আরও ২০০ বছর।’
রুশ জ্বালানি মন্ত্রণালয়ের উপপ্রধান সের্গেই মহালনিকভ আরও বলেন, ‘আমরা আমাদের বিদ্যমান জ্বালানি সম্পদ এবং রিজার্ভ উভয় ক্ষেত্রেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। যা আমাদের দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে।’
২০২২ সালে রাশিয়া অভ্যন্তরীণভাবে ৪৪৩ দশমিক ৬ মিলিয়ন টন কয়লা উৎপাদন করেছে। যা ২০২১ সালের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি। তবে এই সময়ে দেশটির কয়লা রপ্তানি সাড়ে ৭ শতাংশ কমে ২১০ দশমিক ৯ মিলিয়ন টনে দাঁড়িয়েছে।
এমি/দীপ্ত