রাশিয়ার পাহাড়ি এক গ্রামে একা বাস করেন ৯২ বছর বয়সের এক বৃদ্ধা। হারিয়ে যাওয়া সন্তানের অপেক্ষায় এখন প্রতিটি দিন গুনছেন তিনি। ৩০ বছর আগে এ জায়গা থেকেই নিখোঁজ হয় তার ছেলে। এরপর থেকে এখানে একাই থাকছেন তিনি।
রাশিয়ার দাগেস্তানের আমুশির পাহাড়ী গ্রামে একাই থাকেন ৯২ বছর বয়সী পতিমাত সাইডোভা। ৭০ এর দশকে এখানকার বাসিন্দারা নতুন একটি গ্রামে চলে যান।
১৯৯২ সালে মারা যান সাইডোভার স্বামী। সন্তানের অপেক্ষায় এই গ্রামে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন সাইডোভা।
নিজেই সংসার চালান এবং রান্না করেন ৯২ বছরের এই বৃদ্ধা। ছয় সন্তান এবং কয়েক ডজন নাতি–নাতনি রয়েছে সাইডোভার।
পতিমাত সাইডোভার মেয়ে নাপিসাত সাইডোভা জানান, ‘তিনি কখনই ডাক্তারের কাছে যান না। আমরা জানি না সে কী খেতে পছন্দ করেন, আর কী করেন না।‘
পতিমাত সাইডোভা বলেন, ‘আমি একা থাকতেই পছন্দ করি। নাতি–নাতনিরা আসে, কিন্তু রাতে থাকে না।‘
সাইডোভার আশা তার হারিয়ে যাওয়া ছেলে একদিন দরজায় কড়া নাড়বে।
অনু/দীপ্ত সংবাদ