৩৬
রাশিয়ায় কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলে নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এরইমধ্যে ৪ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে।
ওরেনবার্গের উরাল নদীর পানির স্তর বিপজ্জনক সীমায় পৌঁছতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। বন্যা পরিস্থিতির আরও আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
ওরস্ক শহরের একটি তেল শোধনাগার বন্যার কারণে অচল হয়ে পড়েছে। পাশাপাশি বন্যার কারণে কাজাখস্তানের উত্তরাঞ্চলীয় এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
আল / দীপ্ত সংবাদ