ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় রাশিয়াকে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎস। শুক্রবার (৩ মার্চ) বাইডেনের ওভাল অফিসে সাক্ষাতের সময় এই অঙ্গীকার করেন দুই নেতা।
তারা এক ঘণ্টারও বেশি সময় আলোচনা করেন। ইউক্রেনের জনগণের জন্য ‘বিশ্ব সংহতি’ বজায় রাখা এবং দেশটিকে দেওয়া চলমান নিরাপত্তা, মানবিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তার ওপর গুরুত্ব দেন।
মার্কিন কর্মকর্তা ও অন্যান্য সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীন যদি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দেয় তাহলে দেশটির ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা কেমন হবে তা নিয়ে মিত্রদের সঙ্গে আলোচন শুরু করেছে ওয়াশিংটন। এর আগে ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তাও বলেছিলেন, রাশিয়াকে চীনের যে কোনো ধরনের অস্ত্র সহায়তা নিষেধাজ্ঞার পরিমাণকে বাড়িয়ে তুলবে।
শলৎস বলেন, এটা প্রমাণ করা জরুরি, মিত্ররা যতদিন প্রয়োজন কিয়েভকে সমর্থন দিয়ে যাবে।
শলৎসকে তার ‘জোরাল ও অবিচল নেতৃত্ব’ এবং ইউক্রেনকে সমর্থন দেওয়ায় ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।
অনু/দীপ্ত সংবাদ