আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী ও সিলেটে সিটি নির্বাচন ভোটগ্রহণ। দুই সিটি নির্বাচনের প্রচার–প্রচারণার শেষ দিন আজ। সোমবার (১৯ জুন) মধ্যরাত থেকে গণসংযোগ, নির্বাচনি মাইকিংসহ সব ধরনের প্রচার বন্ধ থাকবে এই দুই সিটিতে।
সোমবার সকাল থেকে বৃষ্টির কারণে সিলেটে প্রচার–প্রচারণার ব্যাঘাত ঘটে। তবে বৃষ্টি একটু কমে এলেই শেষ সময়টাতে ভোটারদের কাছে ছুটছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
সিলেট সিটি নির্বাচনে ১৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩২টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিলেট সিটি নির্বাচনে এবার ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। গতবারের চেয়ে এবার ভোটার বেড়েছে ১ লাখ ৬৪ হাজার ৮৭৩ জন। মোট ভোটারের ২০ শতাংশই প্রথমবারের মতো ভোট দেবেন সিটি নির্বাচনে।
এদিকে সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত মেয়র প্রার্থী। ৪২ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী রয়েছেন। আর ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। আগামী ২১ জুন দুই সিটিতেই ইভিএমে হবে ভোট।
রাজশাহী সিটি নির্বাচনে ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৮টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটের সময় যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে ৩০টি ওয়ার্ডের আটটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ, এমনকি প্রাণনাশের হুমকি এসেছে। তবে কেউ নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমনের কথা জানিয়েছে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজশাহী সিটিতে মেয়র পদে লড়ছেন চার জন। এ ছাড়া নগরীর ৩০ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ১১২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ৪৬ জন। এই সিটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।
আফ/দীপ্ত নিউজ