“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূলে আইনি সেবার দ্বার উন্মোচন” এ প্রতিবাদে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে র্যালি, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে শুরু হয়ে মহানগরীর ডিআইজি কার্যালয়ের মোড় প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞা মহানগর দায়রা জজ আল আসাদ মোঃ আসিফুজ্জামান।
এসময় বিজ্ঞ মহানগর ও জেলা বিচারকবৃন্দ, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এছাড়াও লিগ্যাল এইড ক্লায়েন্ট, লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, কোর্ট পুলিশ, জেলা পুলিশ, মহানগর পুলিশ, বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ব্লাস্ট, জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ব্র্যাক, সচেতন, এইড কুমিল্লা, এসিডি, গুলার, পরিবর্তন, দিনের আলো হিজড়া সংঘ, অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থার কর্মকর্তা–কর্মচারীসহ বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, দরিদ্র জনগণের প্রতি বর্তমান সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার সকল জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন করেছে। দরিদ্র জনগণের আইন সহায়তা প্রাপ্তি সহজ করার লক্ষ্যে সরকার লিগ্যাল এইড অফিসার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেঞ্চ সহকারী ও পিয়নের পদ সৃষ্টি করেছে। দরিদ্র মানুষের আইনগত অধিকার প্রাপ্তিতে সকলকে তাদের নিজ নিজ অবস্থান থেকে সাহায্য করার আহবান জানান বক্তারা । রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিস হতে এপ্রিল, ২০২৩ পর্যন্ত ১৩,৯৩৩ টি মামলায় সহায়তা প্রদান করা হয়েছে, যার মধ্যে মামলা নিষ্পত্তি হয়েছে– ১০,৯০৩ টি, মামলা চলমান আছে– ৩০৩০ টি। ২০১৭ সাল হতে এপ্রিল, ২০২৩ পর্যন্ত ১৬৫৫ জন আইনি পরামর্শ গ্রহণ করেছে। ২০১৬ সাল হতে এপ্রিল, ২০২৩ পর্যন্ত বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য (এডিআর) আবেদন করেছেন– ১২৬২ জন। যার মধ্যে নিষ্পত্তি হয়েছে– ১১০৮ টি, চলমান রয়েছে– ১৫৪ টি এবং এডিআর এর মাধ্যমে টাকা আদায় করা হয়েছে– ১,৫০,৭৫,৫১১/- (এক কোটি পঞ্চাশ লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশত এগার) টাকা।
আলোচনা শেষে এ বছরের সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত আদীব ইমাম ডালিম ও আইনজীবী নীলিমা বিশ্বাসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
যূথী/দীপ্ত সংবাদ