নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। আগামী ১৭ এপ্রিল দলটির উদ্বোধন করা হবে।
ডেসটিনি গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর হোটেল শেরাটন (বনানী) নতুন রাজনৈতিক দল আত্বপ্রকাশ উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে যোগদানের জন্য রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ছাড়া বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, ডেসটিনি গ্রুপ ছাড়াও মোহাম্মদ রফিকুল আমিন বৈশাখী টেলিভিশন–এর ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনি‘র সম্পাদক।
প্রসঙ্গত, অর্থ পাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুটি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেন মোহাম্মদ রফিকুল আমিন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সম্প্রতি তিনি কারামুক্তি পান।
পান্নু/এসএ