ডেঙ্গুতে এবছর এখন পর্যন্ত ২৩০ জন মারা গেছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫২ হাজার ৮০৭ জন। চিকিৎসকরা বলছেন, ডিসেম্বর-জানুয়ারি মাসে ডেঙ্গুর প্রকোপ কমবে।
রাজধানীর হাসপাতালে হাসপাতালে এখনও ডেঙ্গু রোগীর চাপ। এডিস মশা-বাহিত এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। ডেঙ্গু রোগী বাড়ছে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালেও। ঢাকার বাইরে থেকেও আসছে মানুষ। আক্রান্ত হওয়ার অনেক পরে আসায় অনেকের অবস্থা সংকটাপন্ন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫৩ হাজারের মতো। এর মধ্যে শুধু ঢাকায় ৩৪ হাজারের বেশি। অতীতের রেকর্ড ছাড়িয়ে এরইমধ্যে মারা গেছেন ২৩০ জন। চিকিৎসকরা বলছেন, বর্তমানে স্থিতিশিল পর্যায়ে ডেঙ্গু পরিস্থিতি। এখন থেকে উন্নতি হবে।
তবে, বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে সারা বছরই থাকবে ডেঙ্গুর প্রকোপ। তারা বলছেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে জনগণকে সচেতন হবে, উপসর্গ দেখা দেয়ার পরপরই পরামর্শ নিতে হবে চিকিৎসকদের।