রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছায় বেড়েই চলছে তিস্তার ভাঙন। গত এক মাসে বিলীন হয়েছে তিন উপজেলার অন্তত ২০টি গ্রাম। এই অবস্থায় জোড়ালো হচ্ছে বাঁধ নির্মাণের দাবি।
সম্প্রতি টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে বাড়ে তিস্তার পানি। এতে তলিয়ে যায় রংপুরের অনেক এলাকা। পানি নামার পর শুরু হয় ভাঙন। স্রোত যত বাড়ে, ততই তীব্র হয় নদীর গ্রাস।
এরই মধ্যে বিলীন হয়ে গেছে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার গদাই, ঢুষমারা, চর গণাই, তালুক শাহবাজ, শংকরদহ ও চল্লিশাসহ ২০টি গ্রাম, সঙ্গে ফসলি জমি ও চার শতাধিক ঘরবাড়ি। সর্বস্ব হারিয়ে দিশেহারা হাজার হাজার মানুষ।
স্থানীয়রা জানান, ভাঙন ঠেকাতে ১০ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণের দাবি জানানো হলেও, তা আমলে নেওয়া হচ্ছে না। এই অবস্থায় বাড়ছে ভাঙনের শিকার পরিবার ও সহায়সম্বলহীন মানুষের সংখ্যা।
তিস্তার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত বাঁধঁ নির্মাণের মাধ্যমে রংপুরের মানুষের ভিটে–মাটি ও ফসলি জমি রক্ষার দাবি স্থানীয়দের।
আল / দীপ্ত সংবাদ