থ্যাইল্যান্ডে বন্ধ হয়ে যাচ্ছে অনলাইনভিত্তিক খাবার ডেলেভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা। টানা ১৩ বছরের লোকসানের পর থাইল্যান্ড ছাড়তে চলেছে প্রতিষ্ঠানটি।
বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে থাই সংবাদমাধ্যম নেশন থাইল্যান্ড।
সংবাদমাধ্যমটি বলছে, জার্মান মালিকানাধীন ডেলিভারি প্ল্যাটফর্ম, “ডেলিভারি হিরো” (Delivery Hero) ঘোষণা দিয়েছে, তারা থাইল্যান্ডে তাদের ফুডপান্ডা কার্যক্রম আগামী ২৩ মে থেকে বন্ধ করে দিচ্ছে।
কোম্পানিটির এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, তারা এখন এশিয়া–প্যাসিফিক অঞ্চলের এমন বাজারগুলোর দিকে মনোযোগ দিচ্ছে, যেখানে বিনিয়োগে বেশি লাভ ও প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে মে মাসের শেষ সপ্তাহ থেকে থাইল্যান্ডের ফুডপান্ডা ব্যবহারকারীরা অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে আর কোনো খাবার অর্ডার দিতে পারবেন না। তবে, ডেলিভারি হিরোর থাইল্যান্ডভিত্তিক আঞ্চলিক দল অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।
থাইল্যান্ডে ফুডপান্ডার যাত্রা শুরু হয়েছিল প্রায় ১৩ বছর আগে, কিন্তু এই পুরো সময়জুড়ে প্রতিষ্ঠানটি একবারও লাভ করতে পারেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে লোকসানের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৩.৩৬ বিলিয়ন থাই বাতে (প্রায় ৩৮০ মিলিয়ন ডলার)। নেশন থাইল্যান্ড বলছে, ২০২৩ সালে ফুডপান্ডা থাইল্যান্ড প্রায় ৩.৮৪ বিলিয়ন থাই বাত আয় করলেও, সেই বছরও লোকসান হয়েছে ৫২২ মিলিয়ন বাত। ফুডপান্ডা থাইল্যান্ড বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা গর্বের সঙ্গে ১৩ বছর ধরে এই দেশে সেবা দিয়ে এসেছে। তবে এখনকার বাজার পরিস্থিতি তাদের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে আর মেলে না। তারা তাদের গ্রাহক, রেস্টুরেন্ট পার্টনার এবং রাইডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
আল