আল জাজিরার তথ্য অনুযায়ী, এ বছর সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখতে হবে গ্রিনল্যান্ডের রাজধানী নুউকের মুসলিমদের। দীর্ঘ ১৭ ঘণ্টা ৫২ মিনিট সময় রোজা রাখতে হবে তাদের। অন্যদিকে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের মুসলিমদের সবচেয়ে কম সময় ১২ ঘণ্টা ৪২ মিনিট রোজা রাখতে হবে।
মঙ্গলবার (১২ মার্চ) থেকে মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস শুরু হয়েছে। এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলমানেরা সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন।
বিশ্বের বিভিন্ন দেশে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ে ভিন্নতা থাকায় সেহরি ও ইফতারের সময়ও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। দেশ ও অঞ্চল ভেদে রোজা রাখার সময়েও অনেকটা পার্থক্য লক্ষ্য করা যায়।
এমনকি বাংলাদেশের বিভাগীয় শহর ও উপজেলাতেও সেহরি ও ইফতারের কিছুটা আলাদা সময়সূচি থাকে। এ বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলভেদে মুসল্লিগণ ১৩ ঘণ্টা ১৩ মিনিট থেকে শুরু করে ১৩ ঘণ্টা ৫৬ মিনিট পর্যন্ত রোজা রাখবেন।
এছাড়া ফিনল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড, জার্মানি, রাশিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পোল্যান্ড ও কাজাখস্তানের মুসলিমরা গড়ে এ বছর রোজা রাখবেন ১৫ ঘণ্টার বেশি সময় ধরে। (এখানে ঘণ্টার হিসাব, একটি দেশের শহরগুলোর রোজা রাখার সময়ের গড় করে উপস্থাপিত হয়েছে। এ কারণে প্রকৃত রোজা রাখার সময় ও দিনে কিছুটা ভিন্ন হতে পারে)।
সুপ্তি/ দীপ্ত সংবাদ