শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

যেসব পশু দ্বারা কোরবানি করা যাবে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব। মুসলমানদের কাছে সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয় এটি। এ উৎসবটি আবার কোরবানির ঈদ নামেও পরিচিত।

এ দিনটিতে মুসলমানরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে দুই রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করেন। এর পর যার যার আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে থাকেন।

মূলত ঈদুল আজহা জিলহজ মাসের ১০ তারিখে পালন করেন মুসলিম বিশ্ব।

যেসব পশু দিয়ে কোরবানি করা হয়: তিন ধরনের চতুষ্পদ পশু দিয়ে কোরবানি করা যাবে। তা হলো : . ছাগল, ভেড়া ও দুম্বা, . গরু, মহিষ, . উট।

কোরবানির পশুর বয়সসীমা: কোরবানির জন্য উটের বয়স পাঁচ বছর হতে হবে। গরু ও মহিষের বয়স দুই বছর হতে হবে। ছাগল ও ভেড়ার বয়স এক বছর হতে হবে।

কোরবানির পশু যেমন হবে: কোরবানির পশু সব ধরনের শারীরিক ত্রুটিমুক্ত হওয়া জরুরি। গুণগত দিক থেকে উত্তম হলো, পশুটি দেখতে সুন্দর, নিখুঁত বা দোষত্রুটি মুক্ত ও হৃষ্টপুষ্ট। যে পশু দেখলে পছন্দ হয়।

আবু সাঈদ খুদরি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) শিংবিশিষ্ট ও মোটাতাজা একটি মেষ কোরবানি করেছেন। এর চেহারা, পা ও চোখ ছিল মিটমিটে কালো। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৩১২৮)

 

পশুর যেসব ত্রুটি থাকলে কোরবানি শুদ্ধ হবে না: কোরবানির পশু দোষত্রুটিমুক্ত হওয়া আবশ্যক। এ বিষয়ে ইসলামী শরিয়তের বিধান নিম্নরূপ :

. অন্ধ : যে গরু চোখে দেখতে পায় না, তা স্পষ্ট।

. রোগাগ্রস্ত : রোগবালাইয়ে আক্রান্ত হওয়ার বিষয়টি স্পষ্ট।

. পঙ্গু : যে পশু হাঁটাচলা করতে পারে না।

. আহত : যার কোনো অঙ্গ ভেঙে গেছে তা স্পষ্ট। (সুনানে তিরমিজি, হাদিস : ১৪৯৭)

. যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না—এমন পশু দ্বারা কোরবানি করা জায়েয নয়। (বাদায়িউস সানায়ে : /২১৫; ফাতাওয়ায়ে আলমগিরি ৫/২৯৮)

. যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে; সে পশুর কোরবানি জায়েজ নয়। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে ওঠেনি সে পশু কোরবানি করা জায়েজ। (রদ্দুল মুহতার : /৩২৪; ফাতাওয়ায়ে আলমগিরি : /২৯৭)

. যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা, সে পশুর কোরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কোরবানি জায়েজ। তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই। (সুনানে তিরমিজি : /২৭৫; হেদায়া : /৪৪৭)

 

সর্বোচ্চ সতর্কতা জরুরি: আলী (রা.) বলেন, আমাদের রাসুল (সা.) আদেশ করেছেন, আমরা যেন কোরবানির পশুর চোখ ও কান ভালো করে দেখে নিই এবং কান কাটা, কান ছেঁড়া বা কানে গোলাকার ছিদ্র করা পশু দ্বারা কোরবানি না করি। (সুনানে আবি দাউদ, হাদিস : ২৮০৪)

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More