জাতিসংঘের মানবাধিকার দফতর (ওএইচসিএইচআর) জানিয়েছে ২০২৪ সালের নভেম্বরে লেবানন ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে এখন পর্যন্ত অন্তত লেবাননের ১১৪ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল।
তুরস্কের এক সংবাদসংস্থায় দেয়া সাক্ষাৎকারে সংগঠনের মুখপাত্র থামিন আল–খিতান বলেন, দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি আরও জানান, সাধারণ মানুষের ওপর এই প্রাণঘাতী প্রভাব অবিলম্বে থামাতে হবে। দুই বছরেরও বেশি সময় ধরে এ অঞ্চলের মানুষ চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
আল–খিতান আরও বলেন, শত্রুতামূলক কার্যক্রম বন্ধের চুক্তি এবং আন্তর্জাতিক মানবিক আইন—উভয়ের প্রতিই তাৎক্ষণিক ও পূর্ণ সম্মান দেখানো জরুরি।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১৭ হাজার। বিশেষ করে ২০২৪ সালের সেপ্টেম্বরের পর থেকে বিমান হামলা ব্যাপক সামরিক অভিযানে রূপ নিয়েছে।