২৮
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে শুরু হয়েছে টানাপোড়ন ।
সাম্প্রতিক নির্বাচনে তাইওয়ানের স্বাধীনতাকামী উইলিয়াম লাই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায়, যুক্তরাষ্ট্র তাকে অভিনন্দন জানায়। এতে অসন্তোষ প্রকাশ করেছে বেইজিং।
উইলিয়াম লাই–কে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, তার দেশ তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র চায় মতবিরোধের শান্তিপূর্ণ সমাধান।
এদিকে, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছে।
এসএ/দীপ্ত নিউজ