গাজায় সংঘাত শেষে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই প্রস্তাবের প্রকাশ্যে বিরোধিতা করেন।
উল্টো গাজায় আরও কয়েকমাস যুদ্ধ চলতে পারে বলে ইঙ্গিত দেন নেতানিয়াহু।
আরও পড়ুন: ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তুপ গাজার ঐতিহাসিক স্থাপনা
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এ মন্তব্যের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজের মুখপাত্র জেইক সালিভান জানান, দ্বি–রাষ্ট্র নিয়ে যুক্তরাষ্ট্র তৎপরতা থামাবে না।
হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ২৫ হাজার ফিলিস্তিনি নিহত এবং সেখানকার ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।
আরও পড়ুন: গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল
এসএ/দীপ্ত নিউজ