যুক্তরাজ্যে উচ্চ মূল্যস্ফীতি, খাদ্যশস্যের দুষ্প্রাপ্যতা এমন নানান কারণে পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। অবস্থার এতো অবনতি যে দেশটির ৪০ লাখ শিশু ‘খাদ্য দারিদ্র্যের’ শিকার।
নতুন এক গবেষণা থেকে জানা গেছে , ২০২৩ সালের জানুয়ারি মাসে যুক্তরাজ্যের ২২ শতাংশ বা প্রায় ৪০ লাখ শিশু সারাদিন না খেয়ে থাকে, কেউবা দুই–একবেলা খাবার পায়। আবার কেউ ২৪ ঘণ্টায়ও কোনো খাবার পায় না। ২০২২ সালের জানুয়ারির চেয়ে এ বছরে ১০ শতাংশ বেশি এমন শিশুর সংখ্যা ।
যুক্তরাজ্যে বর্তমানে প্রায় ৮ লাখ শিশু দরিদ্র পরিবারের হলেও তারা বিদ্যালয়ে বিনামূল্যে দুপুরের খাবার পায় না। বিনামূল্যে দুপুরের খাবার পেতে হলে সেই পরিবারের বাৎসরিক আয় ৭ হাজার ৪০০ ব্রিটিশ পাউন্ডের কম হতে হবে।
গত মাসে লন্ডনের মেয়র সাদিক খান ঘোষণা করেছিলেন, লন্ডনের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী এক বছরের জন্য বিনামূল্যে দুপুরের খাবার দেয়ার বিষয়টি নিয়ে ভাবছে তার প্রশাসন।
দ্য ফুড ফাউন্ডেশনের জরিপে ৮০ শতাংশ ব্যক্তি বলেছেন তারা পরিবারের সব শিশুর জন্য বিনামূল্যে স্কুলের খাবার সরবরাহের বিষয়টিকে সমর্থন করেন।
ব্রিটেনের শিক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত স্কুলে বিনামূল্যে খাবার গ্রহণকারী শিশুর সংখ্যা ২০ লাখেরও বেশি বেড়েছে।
অনু/দীপ্ত সংবাদ