গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে ৩৬ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। যা গত ছয় মাসে জেলায় সর্বোচ্চ হার। জেলার ৬টি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৫৮ ডেঙ্গুরোগী। ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন ২৯ জন। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঝিকরগাছা ও অভয়নগর উপজেলায়।
সিভিল সার্জন অফিসের তথ্য মতে, বর্তমানে যশোরের আট উপজেলার মধ্যে ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৮জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ জন। এছাড়া অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫জন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬, কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রোগী ভর্তি রয়েছেন।
এদিকে চলতি বছর ১ জানুয়ারি থেকে জেলায় এখন পর্যন্ত ৩৩৪ জন রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ২৭৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন রোগী।
জেলায় আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগী বাড়লেও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত আলাদা ডেঙ্গু ওয়ার্ড করা হয়নি। যে কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা।
জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক জানান, গত কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে যশোরে ডেঙ্গু রোগী বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির হার আরো কয়েকদিন থাকতে পারে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হাসপাতালগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
জুবায়ের / আল/ দীপ্ত সংবাদ