যশোরে হয়ে গেলো মানব পাচার বিরোধী কনসার্ট। জনপ্রিয় সঙ্গীত শিল্পী সন্দীপন ও ব্যন্ডদল জলের গান অংশ নেন এ কনসার্টে। যেখানে গানে গানে মানব পাচার বিরোধী সচেতনতামূলক বার্তা তুলে ধরেন শিল্পীরা। এমন আয়োজনে খুশি সিমান্তবর্তী জেলার শ্রোতারাও।
জনপ্রিয় ব্যন্ডদল জলের গান। তাদের গানে গানে মাতোয়ারা যশোরের টাউনহল মাঠ। রাহুল আনন্দ ও তার দলের সাথে গলা মেলাচ্ছেন ভক্তরা। বুধবার ( ১০ মে ) বিকাল থেক রাত পযর্ন্ত চলে সচেতনতামূলক এ কনসার্ট। জলের গানের আগে মঞ্চ মাতান আরেক জনপ্রিয় কন্ঠশিল্পী সন্দিপন। গানের পাশাপাশি স্থানীয় জনগনের মধ্যে মানব পাচার রোধে করণীয় তুলে ধরেন শিল্পীরা।
মানবপাচারের অন্যতম রুট সিমান্তবর্তী জেলা যশোরে এমন কনসার্ট আয়োজনে খুশি দর্শক শ্রোতারা। মানব পাচার রোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহবান জানান আয়োজকরা।
সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে যশোরে সচেতনতামূলক এ কনসার্টের আয়োজন করে উইনরক ইন্টারন্যাশনাল।
আল/দীপ্ত সংবাদ