রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় হাইক্কা খাল উদ্ধারে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। খালের কিছু অংশে তিনটি স্থাপনা পড়ায় সেগুলো ভেঙে ফেলা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খালের জায়গা উদ্ধারে এ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, দোতলা ভবনের পুরোটাই খালের জায়গা দখল করে বানানো হয়েছিল। আর তিনতলা ভবনটির প্রায় ২০ ফুট অংশ খালের জায়গায় ছিল। ভেঙে ফেলা টিনের ঘরগুলো দোতলা ভবনের দুই পাশে খালের জায়গার মধ্যে ছিল।অভিযানে খালের জায়গা দখল করে তৈরি স্থানীয় একটি মসজিদের শৌচাগার ও সীমানাদেয়াল ভাঙা হয়েছে। মসজিদের যেটুকু অংশ খালের মধ্যে পড়েছে সেটিও ভাঙা হবে।
অভিযানে উপস্থিত থাকা ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ সাংবাদিকদের বলেন, ধর্মীয়, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং একসময় বঙ্গবন্ধুর নামে ক্লাব করেই ঢাকার খাল, জলাধার ও পাবলিক প্লেসগুলো দখল করা হয়েছে। সরকারি খাল–বিল দখল করে নাকে তেল দিয়ে ঘুমানোর সময় শেষ। দখল করা জায়গাটা ছেড়ে দিতে হবে। অবৈধ দখলদারদের কোনো নোটিশ দেওয়া হবে না, সরাসরি উচ্ছেদ করা হবে।
তিনি আরও বলেন, খালের জায়গা দখল করে থাকা বাড়ি ৩ তলা হোক আর ১০ তলা হোক, সব ভেঙে দেওয়া হবে। হাইক্কার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে খাল খনন করে রায়েরবাজার কবরস্থানের দেয়াল ভেঙে লাউতলা খালের সঙ্গে সংযোগ করে পানির প্রবাহ নিশ্চিত করা হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রস্তুতির বিষয়ে ডিএনসিসি প্রশাসক সাংবাদিকের বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছেন। গতকাল মঙ্গলবারও ডিএনসিসি এলাকার সরকারি–বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের নিয়ে সভা হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় মশকনিধন কার্যক্রম চলছে। মশার ওষুধ ঠিকমতো ছিটানোর কাজটি তদারকির জন্য সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরিকল্পনা আছে।
এজে/ইএ/দীপ্ত সংবাদ