২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন হোম জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস। লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আলবিসেলেস্তেদের এই জার্সিটি ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনায় এসেছে।
অ্যাডিডাসের অফিসিয়াল ওয়েবসাইট ও নির্দিষ্ট দোকানে পাওয়া যাচ্ছে এই জার্সি। এর দাম রাখা হয়েছে ১০০ থেকে ১৮০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার থেকে ২২ হাজার টাকার মধ্যে। খেলোয়াড় সংস্করণের জার্সিতে রয়েছে উন্নত ‘ক্লিমাকুল+’ প্রযুক্তি, যা শরীরের ঘাম শোষণ ও বায়ু চলাচল আরও কার্যকর করে।
অ্যাডিডাস এবার মোট ২২ দেশের জার্সি প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে আর্জেন্টিনা, জার্মানি ও স্পেনের মতো দেশও। মূলত যেসব ফুটবল ফেডারেশনের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি রয়েছে, তাদের জার্সিই উন্মোচন করা হয়েছে।
নতুন আকাশী–নীল ও সাদা রঙের জার্সিতে লম্বালম্বি স্ট্রাইপ ও তিন রঙের গ্রেডিয়েন্ট ডিজাইন ব্যবহার করা হয়েছে। এতে ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের বিশ্বকাপ জয়ের স্মারকও রাখা হয়েছে।
আর্জেন্টাইন গণমাধ্যম জানিয়েছে, আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে নতুন এই জার্সি পরে মাঠে নামবে লিওনেল মেসিরা। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।