আগামীকাল ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। যেখানে, মুখোমুখি হবে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স ও ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরই মাঝে সম্পূর্ণ হয়েছে বিপিএল ফাইনালের ফটোশ্যুট। ঢাকার মেট্রোরেলে ট্রফিসহ এই ফটোশ্যুট হয়।
মাশরাফীর অনুপস্থিতে এদিন সিলেট স্ট্রাইকার্সের হয়ে ফটোশ্যুট করতে আসেন মুশফিকুর রহিম। কুমিল্লার অধিনায়ক হিসেবে যথারীতি ইমরুল কায়েসকেই দেখা যায় এই ফটোশ্যুটে। ইমরুল কায়েস তার নিজস্ব পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে লেখেন, ‘নিউ এক্সপেরিয়ান্স’।
এদিকে, বিপিএলের ফাইনালকে সামনে রেখে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে টিকিটের মূল্য সর্বনিম্ন রাখা হয়েছে ৩০০ টাকা, আর সর্বোচ্চ ২০০০ টাকা। সর্বনিম্ন মূল্যে ইস্টার্ন স্ট্যান্ডে বসে দেখা যাবে খেলা। সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য।
ফাইনালে কনসার্টসহ থাকছে আরও নানা আয়োজন। আতশবাজি, ফায়ারওয়ার্কস ও লেজার বিম শোসহ থাকছে নানা ব্যবস্থা। সবকিছুই উপভোগ করা যাবে ফাইনালের টিকিট দিয়ে।