নতুন করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কান চান্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে দায়িত্বে বসার পরে প্রথমবারের মতো আসলেন সংবাদ সম্মেলনে। কিন্তু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে প্রায়ই চোটে গেলেন তিনি। শেষদিকে এক প্রশ্নে রেগে গিয়ে দিলেন তার জবাব।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় মিরপুর থেকে সংবাদ সম্মেলনে যোগ দেন হাথুরুসিংহে। এসময় তিনি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ ভাবনা এবং পরিকল্পনা নিয়ে কথা বলেন। তবে প্রথমদিনে কথা বলার মাঝে প্রায়ই মেজাজ হারিয়েছেন তিনি।
দ্বিতীয় দফায় এবার হাথুরুর অধীনে ঘরের মাঠে কেমন ক্রিকেট খেলবে বাংলাদেশ, এমন প্রশ্নের উত্তরে হাথুরুর পাল্টা প্রশ্ন, ‘ঘরের মাঠের সুবিধা বলে কি বোঝায়? যখন আমরা নিউজিল্যান্ড যাই, কি ধরনের উইকেটে খেলি? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কি করে তাদের ঘরের মাঠে? ভারত এখন ঘরের মাঠে কি করছে?’
হাথুরুসিংহে যোগ করেন, ‘দেশের বাইরে গেলে আমাদের যা আছে, তা দিয়েই ম্যানেজ করতে হবে। যদি মিসাইল না থাকে তাহলে তুমি কীভাবে লড়াই করবে। আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে, তাই না? ওদের আমাদের ঘরে আসতে দাও, আমরা ছোট ছোট অস্ত্র দিয়েই লড়ব। যদি আমাদের অস্ত্র না থাকে তাহলে তো আমরা কিছু করতে পারব না। আমরা শুধু খেলোয়াড়দের গড়ে তুলতে পারি।’
এরপরে কিছুটা শান্ত হয়ে প্রধান কোচ বলেন, ‘বিদেশিদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব ভালো করার। আমাদের যা আছে, তাই নিয়েই তো চেষ্টা করতে হবে। আপনার যদি ক্ষেপনাস্ত্র না থাকে, তাহলে তো আপনাকে গেরিলা যুদ্ধ করতে হবে। তাছাড়া তো যুদ্ধ করা সম্ভব নয়।’
হাথুরু আরও বলেন, ‘প্রত্যেক খেলোয়াড় উন্নতি করছে। আমি মনে করি লড়াই করার জন্য এটি যথেষ্ট। দক্ষিণ আফ্রিকায় খেলোয়াড়রা ভালো করেছে, নিউজিল্যান্ডে ভালো করেছে। আমাদের অনেক ভালো বোলার উঠে আসছে। সুতরাং কিছুটা সময় লাগবে ভালো করতে। আর আমাদের অবশ্যই ঘরের মাঠের সুবিধা নিতে হবে।’
সংবাদ সম্মেলনের শুরুতে কোচ হাথুরু বলেন, ‘আমি চলে যাওয়ার পরেও বাংলাদেশের ক্রিকেট খেলা দেখেছি। সময়মতো অনুসরণ করেছি। এখানকার অনেক খেলোয়াড় এবং কর্মকর্তার সঙ্গে আমার যোগাযোগ ছিল। যেহেতু বাংলাদেশেই আমি প্রথম আন্তর্জাতিকভাবে কাজ শুরু করি, সেহেতু অনেক বেশি দুর্বলতা রয়েছে দেশটির ক্রিকেটের প্রতি।’
আল/দীপ্ত