চালু হচ্ছে মিরপুরের কালশি ফ্লাইওভার। রোববার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লাইওভার উদ্বোধন করবেন । ৬ লেনের নতুন সড়ক আর ৪ লেনের উড়াল সড়কে যানজট কমার আশা করছেন সবাই।
যানজট কমাতে রাজধানীজুড়ে তৈরি হয়েছে বেশ কয়েকটি ফ্লাইওভার। এর সবশেষ সংযোজন মিরপুরের কালশি ফ্লাইওভার। ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে ফ্লাইওভার নির্মাণ প্রকল্প ২০১৮ সালের এক সভায় অনুমোদন পায়। দীর্ঘ ৫ বছর পর রোববার খুলছে এই ফ্লাইওভার।
প্রায় পৌনে চার কিলোমিটার সড়ক প্রশস্ত করার পর এখন তা ৬ লেনে দাঁড়িয়েছে। ধীর গতির যানবাহনের জন্য আলাদা লেন, ফুটপাত, যাত্রী ছাউনি ও একটি ফুটওভার ব্রিজনির্মাণ করা হয়েছে। ইসিবি স্কোয়ার থেকে কালশী পর্যন্ত ৩ দশমিক ৭০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করেছে। মূল ফ্লাইওভারের দৈর্ঘ্য ২ হাজার ৩৩৫ মিটার। ৪৭৫ মিটারের র্যাম্প রয়েছে পাঁচটি। ৬৮টি স্প্যানের ওপর দাঁড়িয়ে থাকা এ উড়ালসড়কের গার্ডার সংখ্যা ১৭টি। ফ্লাইওভারটি দেখতে ইংরেজি বর্ণমালা ‘ওয়াই’-এর মতো।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, প্রায় এক হাজার মিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারটিতে থাকছে ৪টি সংযোগ পথ।
কর্তৃপক্ষ বলছে, ফ্লাইওভারটি চালু হলে কয়েক কোটি মানুষের মিরপুরের সাথে বিমানবন্দর, উত্তরা, বাড্ডা, বনানী ও মহাখালীর যোগাযোগ সহজ হবে। এখন মিরপুর থেকে বিমানবন্দরে যেতে মাত্র ১০ মিনিট সময় লাগবে।
সাধারন জনগন বলেন, ‘সরকারের পদক্ষেপটি অনেক সাহসী পদক্ষেপ, সরকার এই যোগাযোগ ব্যবস্থাপনায় সাকসেসফুল, খুব ভালো লাগছে আমাদের মিরপুর বাসিন্দার জন্য এটা একটা স্বপ্ন।‘
প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনী। এতে খরচ হয়েছে এক হাজার কোটি টাকার কিছু বেশি।
এর কাজ শেষ হওয়ার কথা ছিল এ বছরের জুনে। প্রায় ৪ মাস আগেই কাজ শেষ হয়েছে।
অনু/দীপ্ত সংবাদ