বিদ্রোহীদের সঙ্গে তীব্র লড়াইয়ের মধ্যেই মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বেড়েছে।
সামরিক অভ্যুত্থানের তিন বছর পূর্তির আগেরদিন জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর ঘোষণা দেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো গত তিন মাসে জান্তা বাহিনীকে হটিয়ে মিয়ানমারের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
বেইজিংয়ের মধ্যস্থতায় চীন সীমান্তে সংঘর্ষ বন্ধ হলেও দেশের অন্য অংশে বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে। এদিকে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠান ও চার ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: রাতভর মর্টারসেলের শব্দে কেঁপেছে সীমান্ত
আল / দীপ্ত সংবাদ