২৫
আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেয়ায় হান্টার বাইডেনের ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। সেই সঙ্গে গুনত হতে পারে ৭ লাখ ডলার জরিমানা।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ক্ষমতায় থাকা কোনো প্রেসিডেন্টের ছেলে ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হলেন।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঠিক তেমনি একজন বাবাও। তবে, আদালতের রায় মেনে নেয়ার কথাও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট যেকোনো সাজা মওকুফ করার ক্ষমতা রাখেন। তবে ছেলে হান্টার দোষী সাব্যস্ত হলে তার সাজা মওকুফ করবেন না বলে জানিয়েছেন বাইডেন।