রাজধানী মিটফোর্ডে নির্মমভাবে খুন হওয়া ভাঙ্গারী ব্যবসায়ী লাল চাঁদ (সোহাগ)-কে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে নানাবাড়িতে দাফন করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকালে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
লাল চাঁদ (সোহাগ)’এর ২ সন্তান রয়েছে— মেয়ে সোহানা (১৪) ষষ্ঠ শ্রেণিতে ও ছেলে সোহান (১১) চতুর্থ শ্রেণিতে পড়ে। দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় ভাঙ্গারী ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে সোহাগ‘কে রড ও বড় পাথর দিয়ে মাথা ও বুকে আঘাত করে হত্যা করা হয়।হত্যাকারীদের উল্লাস এবং মুখে পাথর নিক্ষেপের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় নিহত সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫–২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এসএ