মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ সব বাংলাদেশি শ্রমিকই বৈধতা পাবে বলে আশা করছে সরকার। গতকাল ঢাকায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রবাসী শ্রমিকদের বৈধতা দেয়ার কর্মসূচিতে অগ্রাধিকার পাচ্ছে বাংলাদেশ। এসময় প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো সহজ করতে প্রয়োজনে সমঝোতা চুক্তি সংশোধন করা হবে।
মালয়েশিয়ার লেবার ফোর্স সার্ভের তথ্য বলছে, সেদেশে প্রায় ২২ লাখ ৭০ হাজার বিদেশী কর্মী বিভিন্ন খাতে কর্মরত আছে। যার মধ্যে অবৈধ প্রায় ১২ লাখ। বেসরকারি এক হিসাবে দেখা গেছে, মালয়েশিয়ায় কর্মরত প্রায় ১০ লাখ বাঙালির মধ্যে, বৈধভাবে বসবাস করছে ৪ লাখ ৪৫ হাজার। বাকি অবৈধ বাংলাদেশী শ্রমিকদের বৈধতা দিতে দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার।
রবিবার জনশক্তি রপ্তানির সংকট নিরসনে ঢাকা-কুয়ালালামপুর বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবকাঠামোসহ ৫টি গুরুত্বপূর্ণ খাতে কাজ করছে বাংলাদেশি শ্রমিকরা। বৈধতা পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাচ্ছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন বিন ইসমাইল বলেন ” বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের মাইগ্রেশন খরচ কমানোর পাশাপাশি অবৈধ শ্রমিকদের বৈধ করার ব্যাপারে অগ্রাধিকার দিয়েছে মালয়েশিয়া। জেনে আনন্দিত হবেন যে গত কয়েক সপ্তাহে যাদের বৈধভাবে কাজ করার সুযোগ দেয়া হয়েছে তাদের ৫৫ ভাগ বাংলাদেশী শ্রমিক।”
প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো আরো সহজ এবং সুলভ করতে প্রয়োজনে সমঝোতা চুক্তি সংশোধন করা হবে। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান-এর সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন সফররত মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।