সকালবেলা মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছিল ছোট্ট মিম আক্তার (৮)। তবে মাত্র কয়েক কদমের জন্য স্কুলে যাওয়া হলো না তার। মায়ের চোখের সামনেই ইটবোঝাই ট্রলির চাপায় অকালে ঝরে গেল শিশু মিমের প্রাণ।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছ, দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে মিম দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো মা শিরিনা আক্তারের হাত ধরে স্কুলের পথে রওনা দেয় সে। কিন্তু বিদ্যালয় থেকে মাত্র ১০০ হাত দূরে পৌঁছাতেই গাজীরহাট থেকে বাবুরাবাদগামী একটি ইটবোঝাই ট্রলি দ্রুতগতিতে এসে মিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রলির চালক মনিরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।