মানিকগঞ্জে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। একদিকে রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অন্যদিকে প্রায় সমপরিমাণ রোগী হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। স্যালাইন সংকট না থাকলেও জেলা হাসপাতালে শয্যা সংকটে অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘন্টায় ১৭৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ১৭৪ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১৫৭ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। বাকি ১৭ জন নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ জন রোগী ভর্তি হচ্ছেন। কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ২৫০ শয্যা জেলা হাসপাতালে রোগী ভর্তির হার বেশি। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ৫০২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
ডেঙ্গুতে আক্রান্ত রোগীর স্বজন আশিকুর রহমান বলেন, জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীতে ভরে গেছে। গতকাল রোগী নিয়ে এসেছি। বেড না পাওয়ায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
ইয়াসিনুর রহমান নামের আরেক স্বজন বলেন, বাড়তি রোগীর চাপে মেঝে দিয়ে হাঁটার জায়গাও পাওয়া যায় না। রোগী মেঝেতে থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছেন। বালিশ চাদর ধুলায় মেখে যাচ্ছে।
জেলা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ওয়ার্ড ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মো.কাউছার বিশ্বাস বলেন, নতুন ভবনে ৬০ শয্যা ও পুরাতন ভবনে ৪০ শয্যা নিয়ে ডেঙ্গু ওয়ার্ড রয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুনিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্টাফরা কাজ করছেন। মাঝে মাঝে শয্যার চেয়ে রোগী বেড়ে গেলে শয্যা সংকট থাকায় রোগীরা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডা:একেএম রাসেল বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু নতুন ভবনে ৭তলায় ৩৫ শয্যার ডেঙ্গু ডেডিকেটেড ইউনিট করা হয়। পরে রোগী আরো বাড়তে থাকায় ৫০ শয্যা করা হয়। গত মাস থেকে ডেঙ্গু ডেডিকেটেড ইউনিট ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। তারপরও রোগী বৃদ্ধি পাওয়ায় অনেক সময় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছেন । হাসপাতালে এখন কোন স্যালাইন সংকট নেই।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, আগষ্ট ও অক্টোবর মাসে জেলায় ডেঙ্গু রোগী সনাক্তের হার বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ছয় হাজার নয়শো ৮১ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। বেশিরভাগ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ছয় জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। সবাইকে সচেতন হওয়ার আহবানও জানান তিনি।
জাহিদুল হক চন্দন/শায়লা/দীপ্ত নিউজ