আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনীর এলিট ফোর্স কাপসাট।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, মাদাগাস্কারের সাংবিধানিক আদালত সেনাবাহিনীর কর্নেল মাইকেল রান্দ্রিয়ানারিনার নেতৃত্ব নিশ্চিত করেছে। এছাড়া আদালত দেশটির প্রেসিডেন্ট এবং সিনেটের সভাপতির পদে শূন্য বলে নিশ্চিত করেছে।
মঙ্গলবার কর্নেল মাইকেল রান্দ্রিয়ানারিনা জাতীয় রেডিওতে দেয়া বক্তব্যে বলেন, ‘আমরা ক্ষমতা দখল করেছি।‘ তিনি আরও জানান যে, নিম্নকক্ষের সংসদ বাদে দেশের সমস্ত প্রতিষ্ঠান সামরিক বাহিনী বিলুপ্ত করে দিচ্ছে। কর্নেল রান্দ্রিয়ানারিনা দীর্ঘদিন ধরে রাজোয়েলিনা সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আসা সৈন্যদের নেতৃত্ব দিচ্ছেন। সৈন্যদের বিদ্রোহ এবং সরকার বিরোধী ‘জেন জি বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর এলিট ফোর্স কাপসাটের যোগ দেওয়ার পরই এই সামরিক পদক্ষেপ নেওয়া হলো। এই ঘোষণার কিছুক্ষণ আগেই দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে যান বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স। তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে দ্রুত নতুন নির্বাচন বা অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের বিষয়ে স্পষ্ট ঘোষণা না আসায় দেশটিতে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে।