রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। তার আগে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুশীলন করে দলটি। সেখানে মাথায় বলের আঘাত পেয়েছেন শান মাসুদ।
সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন তিনি। প্রায় ৬–৭ মিনিট মাটিতেই পড়ে ছিলেন। ফিজিও এবং সতীর্থরা সেখানে তাকে দ্রুতই প্রাথমিক চিকিৎসা দেন। এরপর মাথায় স্ক্যান করাতে শান মাসুদকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, মাসুদের চোট গুরুত্বর হতে পারে। সেক্ষেত্রে বিশ্বকাপে তার খেলা নিয়ে যথেষ্ট শঙ্কা দেখা দিয়েছে। স্ক্যান রিপোর্ট পাওয়ার পর এ সম্পর্কে বিস্তারিত জানাবে পিসিবি।
মাসুদের চোট গুরুত্বর তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন ফখর জামান। বিশ্বকাপের প্রথম পর্ব শুরুর দুদিন আগে পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াডে অর্ন্তভূক্ত হন তিনি। এশিয়া কাপে চোটে পড়েছিলেন ফখর জামান।