ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রায়গড়ে ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনার তিন দিন পরও উদ্ধারকাজ শেষ করা যায়নি।
শনিবার (২২ জুলাই) সকালে নতুন করে উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবেলা বাহিনী। এখনো ৮৬ জন গ্রামবাসীর কোনও খোঁজ মেলেনি।
বুধবার (১৯ জুলাই) গভীর রাতে মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভূমিধসের ঘটনা ঘটে। এতে ২০–৩০ টিরও বেশি পরিবার মাটির নিচে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আদিবাসী অধ্যুষিত গ্রামটিতে প্রায় ৪৬টি বাড়ি রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিলো ১৬ জন। এরপর শনিবার এই সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৯ জন পুরুষ, ৪ জন শিশু ও অনেক নারী রয়েছেন। এছাড়াও এই ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত হয়েছেন।
রায়গড় জেলার দুর্যোগ মোকাবেলা দপ্তর জানিয়েছে, গ্রামটিতে মোট ২২৯ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে ২৬ জন নিহত হয়েছেন আর আহত হয়েছে আরও ১০ জন। তবে ১১১ জন বাসিন্দা নিরাপদে থাকলেও এখনো ৮৬ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, এই দুর্ঘটনায় মাত্র দু–চারটি বাড়ি রক্ষা পেয়েছে। রায়গড়ের জেলা প্রশাসক যোগেশ মহেশ জানান, ঘটনাটি ঘটেছে মধ্যরাতে। যে গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে পৌঁছাতে দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে উদ্ধারকারী দলের সদস্যদের।
এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে অনুদান দেয়ার ঘোষণা দেন।
আফ/দীপ্ত নিউজ