দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহিলা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাদারীপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোমায়রা লতিফ পান্না।
মনোনয়নপত্র নেয়ার পর হোমায়রা লতিফ পান্না বলেন, আমি মাদারীপুরের সন্তান। কথা নয়, কাজে বিশ্বাসী।
তিনি বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জেলার গরীবসহ সব শ্রেণি পেশার মানুষের পাশে ছিলাম। সাধারণের মৌলিক অধিকার নিশ্চিতে আশা-আকাঙ্খা পূরণ করে স্মার্ট মাদারীপুর গড়াই আমার লক্ষ্য।
হোমায়রা পান্না মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য। তার বাবা মরহুম আবদুল লতিফ উকিল দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তার বড় ভাই অ্যাডভোকেট এমরান লতিফ বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।