ভ্রমণের অভিজ্ঞতাকে চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলছেন চীনে এক চিত্রশিল্পী ঝাই ইউনচুয়ান। চীনের একশোটিরও বেশি শহরে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাকে ইয়াংজি নদীর তীরে চিত্রকর্মের মাধ্যমে প্রদর্শিত করেন।
কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই এটি এঁকে চলেছেন তিনি। ২০১৭ সালের এপ্রিল মাস থেকে এটি আঁকতে শুরু করেছিলেন। ইতিমধ্যে চিত্রকর্মটি কয়েকশো মিটার পর্যন্ত আঁকা হয়েছে। তবে এখনো আঁকা শেষ হয়নি। মোট এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে এই চিত্রকর্ম। যা সম্পূর্ণ করতে প্রায় ১৫ বছর সময় লাগবে ঝাই ইউনচুয়ানের।
তিনি বলেন, “পদ্ধতিগতভাবে আামি এই চিত্রকর্মটি আকার জন্য কোন অধ্যয়ন করিনি। মূলত আমার নিজস্ব উপলব্ধি এবং অনুমানের উপর নির্ভর করে এটি এঁকেছি।“
তার এই চিত্রকর্ম মুগ্ধ করছে সবাইকে। কেউ এর ছবি তুলে আবার কেউ ভিডিও করে দৃষ্টিনন্দন এই চিত্রকর্মটির সাথে নিজেদের স্মৃতি সংরক্ষণ করছেন।