জি–টুয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
আগামী ৭ সেপ্টেম্বর দেশটি সফর করবেন প্রেসিডেন্ট জো। সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে তার।
এছাড়াও সম্মেলনে তিনি ও জি–২০’র অংশীদাররা পরিচ্ছন্ন জ্বালানিতে স্থানান্তর এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইসহ বৈশ্বিক বিভিন্ন সমস্যা মোকাবেলায় যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। গতকাল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই বাইডেনের প্রথম ভারত সফর।
দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রতিরক্ষা, বাণিজ্যসহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানায় হোয়াইট হাউজ।
এসএ/দীপ্ত নিউজ