নতুন করে চরমে উঠেছে ভারত ও পাকিস্তান মধ্যেকার উত্তেজনা। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের বিভিন্ন জায়গায় বুধবার (৭ মে) প্রথম প্রহরে মিসাইল ছুড়েছে ভারত।
ভারত, পাকিস্তান ভূখণ্ডে হামলার তথ্য নিশ্চিত করার পর ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ‘পাকিস্তান বিমান বাহিনী, সেনাবাহিনী ভারতের কাপুরুষোচিত হামলার উপযুক্ত জবাব দিচ্ছে।’
তাছাড়া পকিস্তান সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভারতের বেশ কয়েকটি জায়গায় পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।
পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ‘কে জানিয়েছেন, ভারত বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ কাপুরুষরা (ভারতীয়) তাদের নিজেদের আকাশসীমা থেকে হামলা চালিয়েছে। তারা তাদের বাড়ি কখনো ছাড়েনি। তাদের বের হতে দিন। আমরা উপযুক্ত জবাব দেব।”
এদিকে, ভারত সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পােস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ–রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান।
উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে নয়াদিল্লি অভিযোগ করলেও, তা নাকচ করেছে পাকিস্তান।
এসএ