ভারতের অন্ধ্রপ্রদেশে বাস–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন লেগে অন্তত ১৯ জন নিহত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাতে কুরনুল জেলার উল্লিন্দাকোন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস ন্যাশনাল হাইওয়ে–৪৪ এ একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায় এবং ঘর্ষণের ফলে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই পুরো বাসটি পুড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসটিতে ৪৩ জন যাত্রী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর দরজার তার ছিঁড়ে যাওয়ায় যাত্রীরা বের হতে পারেননি। অনেকে জানালা ভেঙে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। এতে ২৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়, তাদের মধ্যে ১৫ জনকে স্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত পাটিল জানায় , এটি এসি বাস হওয়ায় দরজা না খুলে যাত্রীদের জানালা ভাঙতে হয়েছে। যারা দ্রুত লাফ দিয়ে বের হতে পেরেছেন, তারাই বেঁচে গেছেন।
নান্দিয়াল টিডিপি সাংসদ বাইরেড্ডি শাবরি জানান, দুর্ঘটনার পর মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। অনেক দেহ এতটাই দগ্ধ হয়েছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
অন্ধ্রপ্রদেশের পরিবহনমন্ত্রী রামপ্রসাদ রেড্ডি জানিয়েছেন, বাসটির নথি ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, গত দুই মাসে বাসটি নিয়ম মেনে পরিচালিত হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে।
সূত্র: এনডিটিভি