ভারতের ১৮তম লোকসভার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের বিশাল আয়তনের দেশে ভোট হচ্ছে ৭ দফায়। এরমধ্যে প্রথমদফায় আজ ভোট হচ্ছে ১৭টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে। একইসঙ্গে অরুণাচল ও সিকিমে বিধানসভা নির্বাচন হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে অনুষ্ঠিত প্রথম দফার ভোটে প্রার্থী আড়াই হাজারের বেশি।
দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ৩৯টি আসনের সব কটিতে ভোট হচ্ছে প্রথম দফায়। বিজেপিশাসিত রাজস্থানের ২৫ আসনের মধ্যে ভোট হচ্ছে ১২টিতে।
উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ভোট হবে ৮টিতে। পূর্ব ভারতের অরুণাচল, আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও মনিপুরে ভোট হচ্ছে।
পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং আসামের ডিব্রুগড়, জোড়হাট, কাজিরাঙ্গা, লখিমপুর ও সনিৎপুরে ভোট হচ্ছে।
এছাড়া বিহারের চারটি, ছত্তিশগড়ের মাওবাদী–অধ্যুষিত অঞ্চলের বস্তার আসন, মহারাষ্ট্রের চন্দ্রপুর, গড়চিরোলি ভান্ডারা, রামটেক ও নাগপুরে ভোটগ্রহণ করা হচ্ছে।
নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রাজ্য পুলিশ কাজ করছে। সীমান্ত দিয়ে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা ভারতে।
আল / দীপ্ত সংবাদ