কানাডার ওন্টারিও প্রদেশের গ্রেটার টরেন্টো এলাকার ব্রামপটন শহরে বাংলাদেশী-কানাডিয়ানদের সংগঠন “ব্রামপটন বাংলাদেশী কমিউনিটি সার্ভিস (বিবিসিএস)” বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস এবং বিবিসিএস সিনিয়রস ক্লাব এর বর্ষ সমাপনী উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে।

ব্রামপটন বাংলাদেশী কমিউনিটি সার্ভিস
এই অনুষ্টানে বিবিসিএস এর নেতৃবৃন্দ সহ আরো বক্তব্য প্রদান করেন সিটি অব ব্রামপটন এর মেয়র পেট্রিক ব্রাউন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী কামাল খেরা, এমপি সোনিয়া সিধু এবং এম পি রুবী সোহাতা।
আলোচনায় মেয়র, মন্ত্রী ও এমপিগন কানাডার সামাজিক ও অর্থনৈতিক উননয়নে বাংলাদেশীদের অবদানের প্রশংসা করেন এবং কানাডা বাংলাদেশের উননয়ন সহোযোগী হিসেবে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন।

ব্রামপটন বাংলাদেশী কমিউনিটি সার্ভিস
অন্যদিকে বিবিসিএস এর নেতৃবৃন্দ বাংলাদের মুক্তিযুদ্ধে কানাডার সরকার ও জনগনে সমর্থন এবং পশ্চিমা বিশ্বের প্রথমাকারদিকের দেশ হিসেবে ১৯৭২ সালের ১৪ই ফেব্রুয়ারি বাংলাদেশ কে স্বীকৃতি দেওয়ার বিষয় টি উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্টান শেষে বিবিসিএস এর উদ্যোগে আগত অতিথী এবং দর্শকদের মাঝে রাতের খাওয়ার বিতরন করা হয়।

ব্রামপটন বাংলাদেশী কমিউনিটি সার্ভিস