বিজ্ঞাপন
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

বৈঠকের আশ্বাসে ব্যাটারিচালিত রিকশাচালকদের কর্মসূচি স্থগিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দাবি পূরণে পুলিশ প্রশাসনের আশ্বাসে জাতীয় প্রেসক্লাবের ক্লাবের সামনে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছে ব্যাটারিচালিত রিকশাভ্যানইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম ইউএনবিকে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, ‘ইউনিয়নের একটি প্রতিনিধি দল আগামীকাল (সোমবার) ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকে বসবে। আশা করি, এই বৈঠক থেকে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে।’

ইতোমধ্যে তাদের আরেকটি প্রতিনিধি দল এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে দেখা করেছে। দাবি পূরণে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে একটি রিট আবেদন করা হবে বলেনও জানান আরিফুল ইসলাম।

এর আগে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে লাইসেন্স নেওয়াসহ ১১ দফা দাবিতে রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন অটোরিকশা চালকরা।

বিক্ষোভকারীরা জাতীয় প্রেসক্লাব, মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে সড়কে অবস্থান নিলে ওইসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েন।

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালকেরা।

গত বৃহস্পতিবারও শত শত অটোরিকশা চালক ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করলে নগরবাসীর চরম দুর্ভোগ পোহাতে হয়।

ওইদিন বিকালে দাবি পূরণে আন্দোলনকারীরা দুই দিনের আল্টিমেটামও দেন। তবে সে বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় আজ তারা সড়কে নেমে আসেন।

ঢাকা মহানগর এলাকার সব সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে গত ১৯ নভেম্বর নির্দেশ দেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More